আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা সংবাদদাতাঃ
সাতক্ষীরা থেকে পিকনিকের উদ্দেশ্য নাটর অভিমুখে ছেড়ে যাওয়া একটি পিকনিকের বাস দূর্ঘটনার শিকার হয়ে দুমড়ে মুচড়ে গেছে,এ ঘটনা আহত হয়েছেন প্রায় ২০ জন।
জানা গেছে বুধবার ২০ ফেব্রুয়ারি ভোরে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বুঝতলা বি বি আর এন এস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সমন্বয়ে একটি পিকনিক বাস লালনশাহ ব্রীজ, হার্ড্রিজ ব্রীজ, নাটরের বনলতা সেন, নাটর রাজবাড়ী সহ চলনবিল পরিদর্শনে যাত্রা করে।
যাত্রার প্রাক্কালে ঘন কুয়াশার কারণে বাসটি যশোর জেলার শার্শা উপজেলার হাড়িখালি নামক স্থানে পৌছালে নাভারন থেকে সাতক্ষীরা অভিমুখী আসা একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি হয়, সংঘর্ষে বাসটির সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়।
এসময় দ্রুত সংবাদ পেয়ে পুলিশ ফায়ার সার্ভিস কর্মীরা ও স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ও সাতক্ষীরা যশোরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবে তার সঠিক তথ্য পাওয়া যাইনি।নিহত ও আহতদের পরিচয় সংগ্রহ চলছে পরবর্তীতে জানানো হবে।