সাতকানিয়া সরকারি কলেজ ভোট কেন্দ্রের পাশে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে নুরুল আমীন (৪৮) নামের একজন নিহত হয়েছেন। তিনি ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হক ও আব্দুল হালিম পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই গ্রুপের গোলাগুলিতে একজন ভোটার নিহত হয়েছেন।
সাতকানিয়া পৌরসভার রিটার্নিং অফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, ‘আমি কেন্দ্রের ভেতরে আছি। বাইরে গোলাগুলির শব্দ শুনেছি। একজন মারা যাবার খবর শুনেছি। তবে বিস্তারিত জানি না।’
পোস্টটি যতজন পড়েছেন : 121
























