ববি চার্লটনকে পেছনে ফেলে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ায় গোল্ডের বুট উপহার পেয়েছেন ইংলিশ অধিনায়ক ওয়েইন রুনি। এস্তোনিয়ার বিপক্ষে ওয়েম্বলিতে ইউরো বাছাইপর্বের ম্যাচের আগে শুক্রবার ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা এই স্ট্রাইকারের হাতে গোল্ডেন বুট তুলে দেন ৭৭ বছর বয়সী ইংলিশ সাবেক তারকা ববি চার্লটন।
১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য চার্লটনের ৪৯ গোলের রেকর্ড ভঙ্গ করেই রুনি নতুন রেকর্ড গড়েন। গত মাসে সুইজারল্যান্ডের বিপক্ষে ইউরো বাছাইপর্বে ২-০ গোলে জয়ী ম্যাচটিতে পেনাল্টিতে গোল করে রুনি চার্লটনের গোলের রেকর্ড ছাড়িয়ে যান। ১০৭ ম্যাচে ৫০ গোল করে রুনিই এখন ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা। চার্লটনের হাত থেকে পুরস্কার গ্রহণের সময় পুরো স্টেডিয়াম ‘রুনি’ ধ্বনিতে মুখরিত ছিল।যদিও গোঁড়ালির ইনজুরির কারনে ওয়েম্বলীর ম্যাচটিতে খেলতে পারেননি ২৯ বছর বয়সী ইংলিশ অধিনায়ক।