প্রধানমন্ত্রী ও বিরোধী দলের খবর সংবাদপত্রের প্রথম ও শেষ পাতায় সমান গুরুত্ব দিয়ে ছেপে ভারসাম্য রক্ষার প্রবণতা বাদ দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সেই সঙ্গে গণমাধ্যমকে ভারসাম্য রাখার প্রবণতা পরিহার করে বস্তুনিষ্ঠ হওয়ারও পরামর্শ দেন তিনি।[review]
আজ মঙ্গলবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় উন্নয়নে আঞ্চলিক সাংবাদিকতা : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগিতায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এই সেমিনারের আয়োজন করে।
মন্ত্রী বলেন, ‘গণমাধ্যমের দায়িত্ব ব্যালান্স করা নয়। ভারসাম্য রক্ষা নয়। সুতরাং গণমাধ্যম বস্তুনিষ্ঠ হবে, নিরপেক্ষতার নামে জঙ্গিবাদকে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে এক পাল্লায় মাপার চেষ্টা করবে না। আপনি বস্তুনিষ্ঠ হবেন। আপনি সরকারের ভুলত্রুটির ব্যাপারে সমালোচনামুখর হবেন। কিন্তু রাজাকার মুক্তিযোদ্ধাকে এক পাল্লায় মেপে সমাজে রাজাকারদের প্রতিষ্ঠা করার দুষ্কর্মে কোনো সংবাদকর্মী-গণমাধ্যমের কর্মী লিপ্ত হবেন না। এ সময় সাইবার অপরাধ দমনে খুব শিগগির সাইবার আইন ও সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান হাসানুল হক ইনু। একই সঙ্গে তিনি স্থানীয় সাংবাদিকদের স্থানীয় বিষয়গুলোর প্রতি জোর দিয়ে গণমাধ্যমে তুলে ধরার পরামর্শ দেন।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডে।