[english_date]

সমালোচনার মুখে সাইপ্রাস

ইউরো জোনের সঙ্গে  চুক্তি নিয়ে নিজের দেশে এবার কঠোর সমালোচনার মুখে পড়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সাইপ্রাস। ফলে ক্ষমতাসীন জোট ও দলের ভিতরে এবং বাইরে —সব জায়গায় সমালোচিত হচ্ছেন তিনি। দেশের অন্দরে অনেকেরই ক্ষোভ এই বলে যে একেবারে অপমানকর শর্তে  প্রধানমন্ত্রী চুক্তি সেরেছেন। কারণ ওই চুক্তির শর্তানুসারে কর বৃদ্ধি, পেনশন কমানো এবং চাকুরিবিধিতে পরিবর্তন আনার যে সব প্রতিশ্রুতি সাইপ্রাস ইউরোপের নেতাদের দিয়েছেন, তা দেশের পার্লামেন্টে আদৌ পাশ করানো যাবে কিনা তা নিয়েই প্রশ্ন উঠছে।

বুধবারের মধ্যে এসব সংস্কার প্রস্তাব পার্লামেন্টে পাশ করানোর কথা ৬জুলাই বকেয়া ঋণ না মিটিয়ে ইউরোজোনের থেকে বেরিয়ে আসার জন্য গণভোটে দেশের সংখ্যাগরিষ্ঠ মত প্রকাশ করেছিল৷ তারপরেও আবার কেন প্রধানমন্ত্রী ইউরোজোনের দিকে দিকে সন্ধি হাত বাড়াচ্ছে তি নিয়ে ক্ষোভ জমছে দেশের নানা প্রান্তে৷ কারণ ইতিমধ্যে দেশের শ্রমমন্ত্রী আভাস দিয়েছেন, এমন কাজটি মোটেই সহজ হবে না। তাছাড়া বুধবার দেশের সরকারী কর্মচারীদের একটি সংগঠন  ধর্মঘটের ডাক দিয়েছে। এদিকে কথা ছিল বুধবারের মধ্যেই দেশের বন্ধ ব্যাংকগুলো খুলে দেয়া হবে।  কিন্তু পরিস্থিতি ক্রমশ ক্ষমশ জটিল হওয়ায় তা নিয়েও সংশয় দেখা দিয়েছে৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ