সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্নালিল্লাহি রাজিউন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
বাংলাদেশ সময় সোমবার সকাল সাড়ে নয়টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান তিনি। এ খবরটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই সৈয়দ সলমান আলী। গত ৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান মহসীন আলী। শ্বাসকষ্টজনিত রোগে প্রায় ১০ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
পোস্টটি যতজন পড়েছেন : ১০৭