[english_date]

সভাপতির দৌড়ে এগিয়ে শশাঙ্ক মনোহর

আগামী রবিবার মুম্বইয়ে বোর্ডের বিশেষ সাধারণ সভা। এই সভাতেই বোর্ডের নতুন সভাপতি নির্বাচন করা হবে। ডালমিয়ার জায়গায় নতুন সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে শশাঙ্ক মনোহর। রবিবার হতে চলেছে বিসিসিআইয়ের নয়া সভাপতি নির্বাচন। মুম্বইতে বোর্ডের স্পেশাল এজিএমে ঠিক হবে কে হবেন জগমোহন ডালমিয়ার উত্তরসূরী। বোর্ড সূত্রে যদিও জানা গেছে শশাঙ্ক মনোহর বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে বেশ কয়েক কদম এগিয়ে অন্যদের থেকে। প্রাক্তন বোর্ড সভাপতি শরদ পওয়ার-শ্রীনি জোটের সম্ভাবনা থাকলেও তা অনেকটাই ভেঙে দিতে পেরেছেন সচিব অনুরাগ ঠাকুর। এই জোট ঠেকাতে শরদ পওয়ার অনুগামীদের সঙ্গে আলাদা বৈঠকও করেন অনুরাগ। এমনকী শশাঙ্ক মনোহর জানিয়ে দিয়েছেন বোর্ডের দুর্দিনে সভাপতির দায়িত্ব নিতে প্রস্তুত তিনি।  

তবে এন শ্রীনিবাসন শেষ পর্যন্ত চেষ্টা চালাচ্ছেন শশাঙ্কের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করানোর। এদিকে মঙ্গলবার বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর, রাজীব শুক্লা, অনিল কুম্বলেকে ডেকে পাঠিয়েছিল লোধা কমিটি। বুধবার সকালে লোধা কমিটি ডেকে পাঠিয়েছে সচিন তেন্ডুলকরকেত্ত।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ