ফের প্যারোলে মুক্ত ১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণে অবৈধ অস্ত্র রাখার অপরাধে অভিযুক্ত সঞ্জয় দত্ত৷ মেয়ের অস্ত্রোপচারের কারণে তাঁর প্যারোল মঞ্জুর করা হল৷ গত জুন মাসে প্যারোলের আবেদন করেছিলেন সঞ্জয়৷ সেই আবেদনে সাড়া দিয়েই ৩০দিনের প্যারোলে মুক্ত করা হল মুন্নাভাইকে।
এই নিয়ে মোট ১৪৬দিন জেলের বাইরে থাকবেন সঞ্জয় দত্ত৷ ২০১৩ সালের মে মাস থেকে জেলবন্দি তিনি৷গত বছর ডিসেম্বরের শেষে ২ সপ্তাহের জন্য জেল থেকে ছাড়া পান সঞ্জয়৷এই বছরের আট জানুয়ারি তাঁর প্যারোলের মেয়াদ শেষ হয় ৷নির্ধারিত সময়ের পরেও জেলে ফেরেননি সঞ্জয়৷ এর পর, ফের জুন মাসে ডিভিশনাল কমিশনারের কাছে ৩০ দিনের ছুটির আবেদন করেন সঞ্জয়। ইতিমধ্যেই, তাঁর ঘনঘন প্যারোল পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷
পোস্টটি যতজন পড়েছেন : ২০৭