[english_date]

শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাই খুন

বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জামাই রাজিবুল ইসলাম (৩৮) খুন হয়েছেন। মঙ্গলবার রাতে চামরুল ইউনিয়নের দিঘী মনগইট গ্রামে এই খুনের ঘটনা ঘটে। নিহত রাজিবুল ইসলাম নাটোরের সিংড়া উপজেলার কালিনগর গ্রামের কোরবান আলীর ছেলে।
জানা গেছে, রাজিবুল ইসলাম কোরবানি ঈদের দুই দিন পর স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুর আলতাফ হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে খাওয়া শেষে রাজিবুল ইসলাম প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য বাড়ির পাশে মাঠে যান। এসময় একজন দুর্বৃত্ত পেছন থেকে তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার তার মৃত্যু হয়। ঘটনার পর পর থানা পুলিশ এলাকায় তল্লাশি করেও কাউকে আটক করতে পারেনি।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, রাজিবুলের পিঠের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। আগে থেকে ওঁৎ পেতে থাকা একজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। কী কারণে তাকে খুন করা হয়েছে, তা এখনও জানা যায়নি।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ