[english_date]

শেখ হাসিনাকে মোদির উপহার

ভারতের অন্ধ্র প্রদেশে হাতে তৈরি জামদানির মতো রঙিন পশমি সুতা দ্বারা তৈরি আসবাব শেখ হাসিনাকে উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার হাতে এ উপহার সামগ্রী তুলে দেন দুইদিনের ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিস্তা ইস্যুতে দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি এবং ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে।

নরেন্দ্র মোদি ৮১ জনের সফরসঙ্গী নিয়ে ছত্রিশ ঘণ্টার সফরে শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছান। নরেন্দ্র মোদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। ঢাকায় নেমে বিমানবন্দরে উপস্থিত বাংলাদেশের মন্ত্রিপরিষদ, তিন বাহিনীর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কুশলবিনিময় করেন নরেন্দ্র মোদি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ