ফ্রান্সের বিদেশমন্ত্রী লরা ফ্যাবিয়াস আগামী সপ্তাহে ইরান সফরে আসছেন৷ ছয় দেশের সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণ চুক্তি সই হওয়ার পর তাঁর এই ইরান সফর বেশ গুরুত্বপূর্ণ৷ তবে মঙ্গলবার ফ্রান্সের বিদেশ মন্ত্রীর ইরান সফর ঘোষণা করলেও তার সফরসূচী সম্পর্কে বিশেষ কিছু জানানো হয়নি৷ তবে ফ্রান্সের পার্লামেন্ট সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহের বুধবার তিনি ইরান সফরে আসতে পারেন৷ পাশাপাশি আরও জানানো হয়েছে, ইরানের বিদেশ মন্ত্রীর আমন্ত্রণে ফ্রান্সের বিদেশমন্ত্রী ইরান সফরে যাচ্ছেন৷ এই সফরে তিনি জারিফ ছাড়াও প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গিয়েছে৷
পোস্টটি যতজন পড়েছেন : 503























