লক্ষীপুর সংবাদদাতা : করোনাভাইরাস বিশ্বমহামারির ফলে লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা যুবদল ও উপজেলা বি এন পির সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব নাজিম উদ্দিন আহমেদ এর পক্ষ থেকে এবং লক্ষীপুর জেলা যুবদলের সার্বিক তত্তাবধায়নে বিএনপির বিভিন্ন পর্যায়ের অসহায় নেতা-কর্মীদের ঈদ উপহার বিতরন করা হয়।
ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মিয়া মো: আলমগীর হোসেন, পৌরসভা বি এন পির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট তফাজ্জল হোসেন বাচ্চু, যুগ্ম আহবায়ক মনির হোসেন লিটন, রামগঞ্জ পৌরসভা বি এন পি র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান নোমান উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন রাসেল রাকিব হাসান শাহিন আলম মুন্না, ইকবাল তপদার, মাসুদ,শফিকুল ইসলাম সহ সহ উপজেলা ও পৌরসভা বিএনপি, ছাত্রদল, যুবদল সহ সকল সিনিয়র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং যুবদল নেতা আতিকুর রহমান রিপন। পরে প্রত্যেক ইউনিয়নের বর্তমান যুবদল নেতা-কর্মী ও সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে নির্যাতিত যুবদলের নেতা-কর্মীদের কাছে ঈদ উপহার পাঠানো হয়।