আপাতত রেহাই পেলেন দুই ভারতীয়। ব্যাংককে মন্দিরে বিস্ফোরণে জড়িত সন্দেহে ধৃত দুই ভারতীয়কে ছেড়ে দিল ব্যাংকক পুলিশ।
সোমবার তাইল্যান্ড বিস্ফোরণে জড়িত সন্দেহে দুই ভারতীয়কে আটক করা হয়েছিল। বেশ কয়েক দফায় জেরা করা হয় তাদের। অভিযুক্ত দুই ভারতীয় পেশায় ব্যবসায়ী। ব্যাংকক পুলিশের দাবি ছিল, সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের জেরা করলেই মূল অভিযুক্তর খোঁজ পাওয়া যাবে। কারণ বিস্ফোরণের মূল ষড়যন্ত্রীর সঙ্গে তাদের ঘনিষ্ঠতা রয়েছে। পুলিশের তরফে আরও দাবি করা হয়েছিল, জেরায় দুই ভারতীয়ই নাকি স্বীকার করে নিয়েছেন মূল অভিযুক্তকে তাঁরা চেনেন। যদিও বিস্ফোরণের সঙ্গে সরাসরি তাঁরা কোনও ভাবেই জড়িত নন বলে দাবি করেছেন ধৃত ভারতীয়রা। গত ১৭ অগাস্ট ব্যাংককের উপকণ্ঠে একটি মন্দিরে বিস্ফোরণ হয়েছিল। সেই ঘটনায় অন্তত ২০ জনের মৃত্য হয়। এদিকে বিস্ফোরণে জড়িত সন্দেহে দুই ভারতীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করায় চাঞ্চল্য ছড়িয়েছিল। ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছিল দুই ভারতীয়কে গ্রেফতারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাইল্যান্ডের বিদেশমন্ত্রকের সঙ্গে প্রতিমূহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে। তারা আদৌ দোষী কি না সে ব্যাপারেও আলাদা করে খবর নিচ্ছে ভারতের বিদেশমন্ত্রক।
























