১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রেলস্টেশন-লঞ্চ টার্মিনালে বাড়ি ফেরা মানুষের ভিড়

কোরবানির ঈদের আর মাত্র ৩ দিন বাকি। এরই মধ্যে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। সোমবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে কমলাপুর রেলস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল বাড়ি ফেরা মানুষের ভিড়। নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বিলম্ব হলেও অধিকাংশ ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীদের মাঝে ছিল বেশ স্বস্তি। 

নিরাপদে পরিবার-পরিজনের কাছে পৌঁছাতে পারবেন বলে প্রত্যাশা যাত্রীদের। তবে বৃষ্টির কারণে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে লঞ্চগুলো নির্ধারিত সময়ের থেকে কিছুটা পরে ছেড়ে গেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ