৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রেলওয়ের গার্ড গ্রেড-২ এর পরীক্ষা অনুষ্টিত।

রেলওয়ের ট্রেন পরিচালনার ক্ষেত্রে নিরপাত্তার জন্য গার্ড গ্রেড-২ পরীক্ষা অনুষ্টিত হয়েছে। এতে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মোট ৭৮টি পদের বিপরীতে ১৩ হাজার ৮’শ ৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এতে ১টি পদের বিপরীতে ১’শ ৮০ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

আজ শুক্রবার বিকালে পৃথকভাবে পশ্চিমাঞ্চলেন রাজশাহীতে ৮টি ও পূর্বাঞ্চলের চট্টগ্রামে ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে একই দিন সকাল ১০টায় পরীক্ষা অনুষ্টিত হওয়ার কথা ছিল। পরিবর্তন করেই বিকালেই অনুষ্ঠিত হচ্ছে।

নিয়োগ কমিটির আহবায়ক ও পশ্চিমাঞ্চলের এডিশনাল সিওপিএস শহীদুল ইসলাম বলেন, গার্ড গ্রেড-২ এর লিখিত পরীক্ষায় মোট ১৩ হাজার ৮’শ ৯২জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এতে পূর্বাঞ্চলে ২টি কেন্দ্র ৩ হাজার ৭’শ জন এবং পশ্চিমাঞ্চলের রাজশাহীতে ৮টির কেন্দ্রের মধ্যে ১০ হাজার ১’শ ৯২ জন। তবে পৃথকভাবে মোট ১০টি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরপাত্তার মধ্যে দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতিতেই পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে জানান পূর্বাঞ্চলের এডিশনাল সিওপিএস রুকনুজ্জামান।

অপরদিকে আজ শুক্রবার যাত্রীসেবার মান নিশ্চিত, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, স্টেশন পরির্দশন শেষে রেলপথ মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালাউদ্দিন ও রেলের মহাপরিচালক (ডিজি) মো. আমজাদ হোসেন রেল কর্মকর্তাদের সাথে জরুরি মতবিনিময় করেন। এ সময় দিক-নির্দেশনামুলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন বলে জানান পূর্বাঞ্চলের জিএম মো. মোজাম্মেল হক।

সকালে সিআরবির কনফারেন্স রুমে অনুষ্টিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলের জিএম মো. মোজাম্মেল হক, সিএমই হারুনুর রশীদ, চীফ ইঞ্জিনিয়ার কামরুল আহসান, সিপিও অজয় কুমার পোদ্দার, উপ-পরিচালক (জনসংযোগ) জোবেদা আকতারসহ দায়িত্বশীল কর্মকর্তারা। এর আগে দু’দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকা থেকে ট্রেন যোগে চট্টগ্রাম আসেন রেলের ভারপ্রাপ্ত সচিব ও ডিজি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ