ঢালিউডের হার্টথ্রব অভিনেত্রী মাহিয়া মাহী। তার জীবন সম্পর্কে কম-বেশী সবারই কৌতুহল রয়েছে। আর সে কারণেই গতকাল ৪ই জুন বেসরকারি রেডিও স্টেশন রেডিও আমারের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ভালোবাসা’য় নিজের জীবনের ভালোবাসার কথাগুলো বলেন তিনি। অনুষ্ঠানটি রেডিও আমারে রাত ১১ টায় সরাসরি প্রচারিত হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লাভগুরু খ্যাত তামিম হাসান।
এ বিষয়ে অনুষ্ঠানের আগে মাহী বলেন, ছোটবেলা থেকে যতগুলো ছেলের সঙ্গে চোখে চোখে প্রেম করেছি সবগুলোর কথা বলেন। যদি আমার দর্শক বা শ্রোতারা না শোনেন তাহলে অনেক কিছু মিস করবে। আশাকরি সবার ভালো লাগছে । এছাড়া আমার ছোটবেলার প্রেমঘটিত অনেক না বলা কথা যা এখনো বলা হয়ে উঠেনি সেগুলোও বলেন ।
উল্লেখ্য, মাহিয়া মাহী বর্তমানে ‘অগ্নি-২’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এদিকে ৪ জুন রাতে ‘অগ্নি-২’ ছবির আইটেম গানটি জাজের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়।