রবিবার একটি সাক্ষাৎকার দেওয়ার সময় রুদ্র মূর্তি ধারণ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ এতটাই রেগে যান যে সম্মেলন ছেড়ে বেরিয়ে চলে যান৷ রোনাল্ডোর গুসসার কেন্দ্রে দু’জন প্রেস আধিকারিক৷ ঘটনা হল, একটি সাক্ষাৎকারে রিয়াল সতীর্থ সের্জিও র্যামস সম্পর্কে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন৷ কিন্তু তাঁর বক্তব্য শেষ হওয়ার আগে তাঁকে বাধা দিয়ে সাক্ষাৎকার শেষ করতে বলেন তাঁর মিডিয়া অ্যাডভাইসর৷ সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে ওঠেন সিআর সেভেন৷ তাঁদের উদ্দেশ্যে চিৎকার করে রিয়াল স্ট্রাইকার বলেন, আমি কোনও জোর করছি না৷ ও আমাকে চলে যেতে বলছে৷ আপনি কি চান এই সাংবাদিকের সঙ্গে আমি খারাপ ব্যবহার করি? এমন আচরণে সকলের সামনে আমাকে বোকা দেখাচ্ছে৷’
প্রেস অফিসারদের প্রতি ক্ষোভ উগড়ে দেন তিনি৷ শেষে সাক্ষাৎকার শেষ না করেই প্রশ্নকর্তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে যান তিনবারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো৷