৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রিয়াল মাদ্রিদ থেকে লোনে মোনাকোয় ফ্যাবিও কোয়েন্ত্রাও

রিয়াল মাদ্রিদ থেকে লোনে মোনাকোয় এলেন ফ্যাবিও কোয়েন্ত্রাও৷ এক মরশুমের চুক্তিতে ফরাসি ক্লাবে এসেছেন পর্তুগিজ এই ডিফেন্ডার৷ গত মরশুমে পেপে-মার্সেলোদের সঙ্গে প্রথম একাদশে জায়গা পেতে রীতিমতো সমস্যায় পড়েছিলেন কোয়েন্ত্রাও৷ রোনাল্ডোদের প্রাক্তন কোচ কার্লো অ্যানসেলোত্তি সেভাবে তাঁকে ব্যবহার করেননি৷ মোনাকো থেকে প্যারিস সাঁ জাঁয় চলে গিয়েছেন ডিফেন্ডার ল্যাভিন কুরজাওয়া৷ ফলে কুরজাওয়ার বদলি হিসেবেই কোয়েন্ত্রাওকে নিল মোনাকো৷২০০৯-এ রিও এভি থেকে রিয়ালে এসেছিলেন কোয়েন্ত্রাও৷সাদা জার্সিতে ৫৫ ম্যাচে এক গোল রয়েছে এই রোনাল্ডোর জাতীয় দলের সতীর্থর৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ