
রাশিয়ার পর এবার ফ্রান্স। বিশ্বের তাবড় সব পরমাণু শক্তিধর দেশ এবার একে একে আইএস নিকেশে সামিল হচ্ছে। রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ভবন সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই সিরিয়ায় বিমান হামলা শুরু করবে তারা। লক্ষ্য হবে আইএসের জঙ্গিডেরা। রাষ্ট্রসংঘ সমর্থিত বাশার আল আসাদের সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনাই এই বিমান হামলার মূল লক্ষ হতে চলেছে।
এর আগে ইরাকে জঙ্গি নিধনে বিমান হামলা চালালেও সিরিয়ায় এই প্রথম হামলা চালাবে ফ্রান্স। গত ছয় মাসের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, মহাদেশটির বিভিন্ন দেশে ক্রমশ আইএসের প্রভাব বেড়ে চলেছে। লক্ষ লক্ষ তরুণ-তরুণী ইতিমধ্যেই আইএসে যোগ দিতে দেশ ছেড়েছেন। মার্কিন সংবাদপত্রে প্রকাশ অনুযায়ী, ইউরোপ ও এশিয়ায় বিভিন্ন দেশে বড় ধরনের হামলা চালানর ছক কষছে আইএস।
এই অবস্থায় মার্কিন এক গোয়েন্দা রিপোর্ট শনিবার জানিয়েছে, সিরিয়ায় সামরিক অভিযানে যোগ দেবে রাশিয়া৷প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অবস্থান শক্তিশালী করতে এবং আইএসআইএস-এর বাড়বাড়ন্ত রুখতে সিরিয়ায় সামরিক অভিযান চালাতে পারে রুশ সেনা৷ হোয়াইট হাউজকে দেওয়া গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, রাশিয়া গত সপ্তাহে যেসব জঙ্গিবিমান সিরিয়ায় পাঠিয়েছে সেই বিমান দিয়েই শুরু হবে অভিযান৷ মার্কিন দৈনিক লস অ্যাঞ্জেলেস টাইমসে এই খবর প্রকাশিত হয়েছে৷