
তিনিও ওয়েভ দুনিয়ার বাসিন্দা। তবে দেখা দিয়েই মিলিয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রায় ডুমুরের ফুল রনবীর। আর সেকারণেই নেট দুনিয়া সম্পর্কে এতটা সড়গড় নন নায়ক। তাই তো ছবির প্রচারে পোস্টার থেকে ট্রেলর মুক্তির মাধ্যম যখন সোশ্যালমিডিয়া, তখন পিছিয়ে আছেন রকস্টার। তবে রনবীরের এই খামতির সঙ্গে বেশ ভালো রকমই পরিচিত প্রাক্তন প্রেমিকা দীপিকা। তাই নিজের হাতেই সোশ্যাল মিডিয়াটা সামলাচ্ছে নায়িকা। সম্প্রতি ‘তামাশা’র শেটের একটি ভিডিও ট্যুইটার ওয়ালে শেয়ার করেছেন দীপিকা। তবে একা নয় সঙ্গে আছেন রনবীরও।
অনুরাগীদের সঙ্গে যোগাযোগের জন্য যখন সেলেবরা ঘুরে ফিরছেন ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রামের দুনিয়ায়। তখন এই সব থেকে দূরে রকস্টার নিজেকে নিয়েই ব্যস্ত। কিন্তু এই ভিডিওটিতে গঙ্গা বইছে উল্টো দিকে। ‘তামাশা’র জন্য রনবীরের মুখে ফেসবুক, ট্যুইটারের নাম। তবে ভিডিওটি বেশ মজাদার।
বলিঅন্দেরে খবর, ‘তামাশা’ দীপিকা-রনবীরের প্রেমকাহিনি জায়গা পেয়েছে ইমতিয়াজের ‘তামাশা’য়। আগামী বছর মুক্তি পেতে চলেছে দীপিকা-রনবীর অভিনীত এই ছবিটি।