[english_date]

রকেট হানায় আলেপ্পোয় নিহত ৩৪

রকেট হানায় সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় মৃত্যু হল কমপক্ষে ৩৪ জনের৷ নিহতদের মধ্যে রয়েছে ১২টি শিশু৷

সোমবার আলেপ্পোয় সরকার নিয়ন্ত্রিত এলাকায় কমপক্ষে ৩০০টি রকেট ছোঁড়ে বিদ্রোহীরা৷  মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানাচ্ছে, আলেপ্পোর পশ্চিম দিকে ইসলামপন্থী বিদ্রোহীদের একটি অংশ সোমবার ৩০০টির বেশি রকেট নিক্ষেপ করে৷মৃত্যু হয় ৩৪ জনের৷উল্লেখ্য, আলেপ্পোর পূর্বাঞ্চল রয়েছে বিদ্রোহীদের দখলে৷ অন্যদিকে, এই শহরের পশ্চিমাঞ্চলে রয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী৷ মানবাধিকার সংগঠনের পরিচালক রামি আব্দেল রহমান বলেন, এদিন একে অপরের দিকে অবিরাম গোলাবর্ষণ করে তারা৷ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ