গ্রহদের যদি ব্যক্তি হিসেবে কল্পনা করা যেত, তাহলে মঙ্গলগ্রহের সাম্প্রতিক আচরণ একজন রকস্টারের মতো। এমনটাই জানাচ্ছে নাসার ম্যাভেন মহাকাশযান।
কিন্তু কেন এহেন আচরণ?
বিজ্ঞানীরা বলছেন, মঙ্গলের চারপাশে বায়ুমণ্ডলীয় কণা এমনভাবে ঘিরে থাকে, যার সঙ্গে এক ব্যক্তির চেহারার সাদৃশ্য খুঁজলে মনে হবে ব্যক্তিটির মাথায় ‘মোহক’ স্টাইলে চুল ছাঁটা হয়েছে। মঙ্গলের বায়ুমণ্ডলে ধাতু কণার আবরণ রয়েছে এবং সৌরঝড় বয়ে যাওয়ার পর মঙ্গলে উজ্জ্বল আলোও দেখতে পাওয়া গিয়েছে।
দ্য মার্স অ্যাটমোস্ফিয়া অ্যান্ড ভোলাটাইল এভোলিউশন বা ‘ম্যাভেন’ মহাকাশযানটি গত ১৮ নভেম্বর, ২০১৩ সালে মঙ্গলের কক্ষপথে স্থাপন করা হয়। সৃষ্টির আদিকালে মঙ্গলে প্রাণের অস্তিত্ব ছিল কি না, এই যানটি তা নিয়ে গবেষণা চালাচ্ছে।
নাসার বৈজ্ঞানিকদের অনুমান, মঙ্গলের বায়ুমণ্ডলের উপরের স্তর ইলেকট্রিকালি চার্জড হয়ে রয়েছে। সৌর ঝড় বয়ে যাওয়ার পরেই এই আচরণগত পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে।