গ্রাহকদের মোবাইল ফোন নম্বর হবে একটাই, থাকবে অপারেটর বদলানোর সুযোগ (এমএনপি) করে দিতে এ সংক্রান্ত নীতিমালায় অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
আগামী বছরের শুরুতেই গ্রাহকরা এ সুবিধা পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
প্রতিমন্ত্রী সোমবার সাংবাদিকেদর বলেন, এমএনপি চালু করতে প্রধানমন্ত্রীর কার্যালয় অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার মোবাইল অপারেটরগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক রয়েছে জানিয়ে তিনি বলেন, ওই বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে।
আগামী ডিসেম্বরের মধ্যে এমএনপি প্রক্রিয়া চূড়ান্ত করার আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, নীতিমালা অনুসারে এমএনপি চালু করতে দরপত্র আহ্বান করা ও অন্যান্য বিষয় চূড়ান্ত করতে সময় প্রয়োজন হবে। আশা করছি, আগামী বছরের শুরুতে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে গ্রাহকরা এমএনপি সেবা পেতে শুরু করবেন।
মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সুবিধা চালু করতে বিটিআরসি একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেবে বলে গত মে মাসে জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার বিদায়ী চেয়ারম্যান সুনীল কান্তি বোস।
এমএনপি সুবিধা চালুর বিষয়ে সরকারের কাছ থেকে অনুমতি পেলেই কাজ শুরু হবে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন বিটিআরসি এই বিদায়ী প্রধান।
নম্বর না বদলে গ্রাহকদের অন্য অপারেটরে যাওয়ার সুযোগ করে দিতে ২০১৩ সালে জুনে মোবাইল ফোন অপারেটরদের নির্দেশ দেয় বিটিআরসি।
