[english_date]

মেসি-নেইমারের পারফরম্যান্সে মুগ্ধ বার্সেলোনা ম্যানেজার লুই এনরিকে

রোমার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে লিওনেল মেসি-নেইমারের পারফরম্যান্স দেখে মুগ্ধ বার্সেলোনা ম্যানেজার লুই এনরিকে ৷ ওই ম্যাচে মেসি অবশ্য লাল কার্ড দেখেছেন ৷ তবুও মেসিদের গীত গেয়েছেন বার্সা  কোচ ৷  কী বলছেন বার্সা কোচ ? এনরিকে বলেন, ‘মেসি-নেইমার চমৎকার খেলেছে ৷ ওদের খেলা খুব ভালো লাগলো ৷ রীতিমতো দর্শকদের আনন্দ দিয়েছে ওরা৷’ একইসঙ্গে বার্সা ম্যানেজার বলেন, ‘ মেসি-নেইমারের সঙ্গে জাভিয়ার মাসচেরানো ও ডানি অ্যালভেজ ছুটি কাটিয়ে দলে ফিরেছে৷ ওদের খওয়া-দাওয়ার ব্যাপারে নিয়ম মানার পরামর্শ দেওয়া হয়েছে ৷ অবশ্যই ওরা মেনে চলবে৷’ নেইমারের ব্যাপারে আলাদা করে প্রশংসা করেছেন এনরিকে ৷ তিনি বলেন, ‘ নেইমারের পারফরম্যান্স খুব ভালো লেগেছে ৷ আমি চাই অন্যান্য ফুটবলাররাও ওকে অনুসরণ করুক৷’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ