[english_date]

মেসির জোড়া গোলে শীর্ষে উঠে এলো বার্সেলোনা

লিওনেল মেসির জোড়া গোলে লেভান্তেকে ৪-১ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো বার্সেলোনা। রোববার রাতে ন্যু ক্যাম্পে বার্সার হয়ে অন্য গোল দু’টি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার ও মার্ক বারত্রা। লেভান্তের হয়ে একমাত্র গোলটি করেন ভিক্টর। এদিন, দলে লুইস সুয়ারেজ ও আন্দ্রেস ইনিয়েস্তারা না থাকলেও খেলার শুরু থেকেই লেভান্তেকে চেপে ধরে কাতালানরা। প্রথমার্ধে অন্তত পাঁচবার সুযোগ পেয়েও বল লেভান্তের জালে জড়াতে সক্ষম হননি মেসি-নেইমাররা। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে যেন আরও ধারালো ফুটবল খেলা শুরু করে বার্সা। 

খেলার ৫০ মিনিটে মেসির ক্রস শট নিজের দখলে নিয়ে লেভান্তের জালে বল জড়িয়ে দলকে ১-০তে এগিয়ে নেন বারত্রা। এর ছয় মিনিট পরেই ব্যবধানটা দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। 

এরপর খেলার ৬১ মিনিটে পেনাল্টি শুটে বার্সাকে ৩-০ তে এগিয়ে নেন আর্জেন্টাইন মেসি। তবে ৬৬ মিনিটে বার্সার জালে বল জড়িয়ে লেভান্তের হয়ে ব্যবধানটা ৩-১ এ কমান স্ট্রাইকার ভিক্টর। খেলার ৭৬ মিনিটে পেনাল্টি শট মিস করলেও শেষ দিকে ৯০ মিনিটের সময় লেভান্তের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দলকে দৃষ্টিনন্দন গোল উপহার দেন ভিনগ্রহের ফুটবলার খ্যাত লিওনেল মেসি।  ৪-১ গোলের জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করে বার্সা মাঠ ছাড়লেও হ্যাটট্রিক না পাওয়া কিছুটা হতাশা থেকে গেলো মেসির মধ্যে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ