লিওনেল মেসির জোড়া গোলে লেভান্তেকে ৪-১ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো বার্সেলোনা। রোববার রাতে ন্যু ক্যাম্পে বার্সার হয়ে অন্য গোল দু’টি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার ও মার্ক বারত্রা। লেভান্তের হয়ে একমাত্র গোলটি করেন ভিক্টর। এদিন, দলে লুইস সুয়ারেজ ও আন্দ্রেস ইনিয়েস্তারা না থাকলেও খেলার শুরু থেকেই লেভান্তেকে চেপে ধরে কাতালানরা। প্রথমার্ধে অন্তত পাঁচবার সুযোগ পেয়েও বল লেভান্তের জালে জড়াতে সক্ষম হননি মেসি-নেইমাররা। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে যেন আরও ধারালো ফুটবল খেলা শুরু করে বার্সা।
খেলার ৫০ মিনিটে মেসির ক্রস শট নিজের দখলে নিয়ে লেভান্তের জালে বল জড়িয়ে দলকে ১-০তে এগিয়ে নেন বারত্রা। এর ছয় মিনিট পরেই ব্যবধানটা দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
এরপর খেলার ৬১ মিনিটে পেনাল্টি শুটে বার্সাকে ৩-০ তে এগিয়ে নেন আর্জেন্টাইন মেসি। তবে ৬৬ মিনিটে বার্সার জালে বল জড়িয়ে লেভান্তের হয়ে ব্যবধানটা ৩-১ এ কমান স্ট্রাইকার ভিক্টর। খেলার ৭৬ মিনিটে পেনাল্টি শট মিস করলেও শেষ দিকে ৯০ মিনিটের সময় লেভান্তের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দলকে দৃষ্টিনন্দন গোল উপহার দেন ভিনগ্রহের ফুটবলার খ্যাত লিওনেল মেসি। ৪-১ গোলের জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করে বার্সা মাঠ ছাড়লেও হ্যাটট্রিক না পাওয়া কিছুটা হতাশা থেকে গেলো মেসির মধ্যে।