২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মেয়ে আয়নার সামনে খেলবেন লিয়েন্ডার

একই বছরে তিন নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতে ডেভিস কাপে নামছেন লিয়েন্ডার পেজ৷ ওয়ার্ল্ড গ্রুপ প্লে-অফে শুক্রবার চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ডাবলসে নামবেন সদ্য মিক্সড ডাবলসে ইউএস ওপেনজয়ী লিয়েন্ডার৷ তবে, মেয়ে আয়নার সামনে কোর্টে নামতে চান ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিক৷
স্ত্রী রিয়া পিল্লাইয়ের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর বম্বে হাইকোর্টের নির্দেশে ডেভিস কাপ চলাকালীন মেয়ে আয়নাকে সঙ্গে রাখার অনুমিত পেয়েছেন লিয়েন্ডার৷ দিল্লিচে ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ডেভিস কাপ প্লে-অফ৷ লিয়েন্ডার বলেন, ‘ডেভিস কাপ চলাকালীন আমি দিল্লিতে মেয়েকে সঙ্গে রাখতে চাই৷ ও দেখুক ওর বাবা কি খেলে এবং দেশের প্রতিনিধিত্ব করে৷ আশা করি ও আমার সঙ্গে এই সপ্তাহটা কাটাবে৷’
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে বুধবার দিল্লি এসে পৌঁছেছেন লিয়েন্ডার৷ প্রতিপক্ষে রয়েছেন রাডেক স্টেপানেক৷ যাঁর সঙ্গে জুটি বেঁধে দু’টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ৪২ বছরের ভারতীয় টেনিস তারকা৷ প্রতিপক্ষ চেক সম্পর্কে লিয়েন্ডারের বক্তব্য, ‘চেক কঠিন প্রতিপক্ষ৷ যদিও ওদের এক নম্বর টমাস বার্ডিখকে ছাড়াই ওরা এখানে এসেছে৷ যদিও চেকের বিরুদ্ধে খেলাটা কঠিন৷’ শুক্রবার প্রথম সিঙ্গলসে লুকাস রসুলের বিরুদ্ধে নামবেন য়ুকি ভামব্রি৷ শনিবার ডাবলসে স্টেপানেকদের বিরুদ্ধে খেলবে লিয়েন্ডার-বোপন্না জুটি৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ