মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে কর্মসূচি অব্যাহত। প্রশ্ন ফাঁসের অভিযোগে মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে প্রতিদিনের মতো আজো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা।
বুধবার সকাল দশটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। এর মধ্যে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা নিজেদের ক্লাস বর্জন করে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
পরে প্রগতিশীল ছাত্র জোটের নেতারা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। অবস্থান কর্মসূচি শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণসহ মিছিল নিয়ে শাহবাগে আসার কথা রয়েছে তাদের।
৫ অক্টোবরের ঘোষণা মোতাবেক সারাদেশে প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠনের ডাকা ছাত্র ধর্মঘট চলছে। ছাত্র ধর্মঘটের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে চলছে মেডিকেলে ভর্তিচ্ছু ছাত্রদের অবস্থান ধর্মঘট। প্রগতিশীল ছাত্রজোট এবং ছাত্র ঐক্য এ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।
সকাল সাড়ে ৯টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এতে ব্যানার ফেস্টুনসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় বক্তারা, অবিলম্বে পরীক্ষা ও ভর্তি বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।
এদিকে, প্রগতিশীল ছাত্রজোট এবং ছাত্র ঐক্য নতুন করে ভর্তিচ্ছুদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছে।