
৬৯ রান পিছিয়ে থেকে প্রথম টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। আর এদিন শুরুতেই মুশফিকের উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ব্যক্তিগত ২৮ রানে ডেল স্টেইনের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। স্বাগতিকদের ৫ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ ১৯৫ রান। ক্রিজে এসেছেন লিটন দাশ।
এর আগে দ্বিতীয় দিন প্রথম সেশনে ইমরুল কায়েস ও মুমিনুল হকের উইকেট হারায় বাংলাদেশ। দু’টি উইকেট হারালেও দিনের দ্বিতীয় সেশনে দলীয় ১৪৪ রানের মাথায় ব্যক্তিগত ৫৭ রান করে ডিন এলগারের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন শুধু তামিম ইকবাল। দলীয় ১৭৮ রানের মাথায় ভারনন ফিল্যান্ডারের বলে এলবির ফাঁদে পড়ে ৬৭ রান করে বিদায় নেন মাহামুদুল্লাহ রিয়াদ।
টেস্টের প্রথম দিন অলআউট হওয়ার আগে দ. আফ্রিকা ২৪৮ রানেই গুটিয়ে যায়। মুস্তাফিজুর রহমান, জুবায়ের হোসেন, মোহাম্মদ শহীদদের বোলিং তোপে প্রোটিয়ারা ৮৩.৪ ওভার ব্যাট করতে সক্ষম হয়। কার্টার মাস্টার মুস্তাফিজ আর স্পিন জাদুকর জুবায়ের হোসেনের দুটি ভয়াল স্পেলে দ. আফ্রিকার ইনিংস গুটিয়ে যায়। টাইগারদের হয়ে চারটি উইকেট তুলে নেন মুস্তাফিজ। আর তিনটি উইকেট দখল করেন জুবায়ের হোসেন। এছাড়া সাকিব, মাহামুদুল্লাহ, তাইজুল একটি করে উইকেট পান।