২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর শুনানি আগামী ৩ আগস্ট

নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৩ আগস্ট ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার মামলার অভিযোগ গঠনের জন্য দিন থাকলেও মির্জা ফখরুল অসুস্থ থাকায় তার আইনজীবী সময়ের আবেদন করেন। পরে ঢাকা মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভুইঞার আদালত এ তারিখ নির্ধারণ করেন। ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলে ঐদিন পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। পরে ঐ বছর ২০ মার্চ গোয়েন্দা পুলিশ মির্জা ফখরুলসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ