নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৩ আগস্ট ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার মামলার অভিযোগ গঠনের জন্য দিন থাকলেও মির্জা ফখরুল অসুস্থ থাকায় তার আইনজীবী সময়ের আবেদন করেন। পরে ঢাকা মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভুইঞার আদালত এ তারিখ নির্ধারণ করেন। ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলে ঐদিন পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। পরে ঐ বছর ২০ মার্চ গোয়েন্দা পুলিশ মির্জা ফখরুলসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন।
পোস্টটি যতজন পড়েছেন : ১০৭