চলতি বছর পবিত্র হজ পালনকালে মিনা ট্র্যাজেডিতে নিহত বাংলাদেশী হাজির সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত নিহতের সংখ্যা আরো ৬ জন বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে।
এর আগে নিহতের সংখ্যা ছিল ৬১ জন। নিখোঁজের সংখ্যা কমেছে। এখনও নিখোঁজ হাজির সংখ্যা ১০৯ জন। জেদ্দার কনসাল জেনারেল এ. কে. এম. শহিদুল করিম বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান।
তায়েফ, জেদ্দা ও মক্কায় ২৯টি হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন প্রায় নব্বই জন বাংলাদেশী হাজি। সৌদি কতৃপক্ষ ইতিমধ্যেই নিহত সকল হাজিদের ডিএনএ টেষ্ট সংগ্রহ করে সংরক্ষণ করেছে। সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে নিহতদের নিকটাত্মীয়দের ডিএনএ টেষ্টের প্রক্রিয়া চলছে।
এ ক্ষেত্রে নিহত যে সকল হাজি সাহেবদের সৌদি আরবে নিকটাত্মীয় নেই সে সব হাজিদের সনাক্ত করতে সংশ্লিষ্ট দেশে সৌদি বিশেষজ্ঞ টিম যাওয়ার সম্ভাবনা রয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 354