মার্কিন বিমান হানায় মৃত্যু হল সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার এক শীর্ষ নেতার৷ উত্তর সিরিয়ায় আমেরিকার নেতৃত্বাধীন যৌথ বাহিনীনরহামলায় আল কায়দা নেতা মুহসিন আল ফাধলির মৃত্যু হয়েছে বলে দাবি পেন্টাগনের৷ গত ৮ জুলাই গাড়িতে করে যাওয়ার সময় তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷
আল কায়দার খোরাসান গ্রুপের এই নেতা আমেরিকা ও তার মিত্র দেশগুলির বিরুদ্ধে হামলার ছক কষেছিল বলে সূত্রের খবর৷ বিভিন্ন হামলাতেও অভিযুক্ত ছিল ফাধলি৷
পোস্টটি যতজন পড়েছেন : 397