চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ৮ লাখ মেট্রিক টন ধান কিনবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
২৯ এপ্রিল বুধবার দক্ষিণ সুনামগঞ্জের সাংহাই হাওরে ধানকাটা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। যেহেতু যথাযথ তালিকা অনুসরণ করায় মধ্যসত্ত্বভোগীদের কোনো সুযোগ নেই বলেও জানান মন্ত্রী।
কৃষিমন্ত্রী আরো বলেন, চলতি বোরো মৌসুমে সরাসরি ৮ লাখ মেট্রিক টন ধান লটারির মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করা হবে। বর্তমান সরকার কৃষিখাত কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। করোনা সংকটের কারণে হাওর এলাকায় ধান কাটার শ্রমিকের সংকট দেখা দিয়েছিল। সরকার প্রশাসনের সহযোগিতায় বাইরের জেলাগুলো থেকে শ্রমিক হাওর এলাকায় নিয়ে আসছে। তারা স্বাস্থ্যবিধি মেনে হাওরে ধান কাটার কাজ করেছে।
এসময় তিনি আরো বলেন, ধান কাটার সময় বজ্রপাতে নিহত কৃষকের পরিবারকে ১ লাখ টাকা সহযোগিতা করা হবে। তাদের পরিবারের লোকসংখ্যা বেশি হলে ২ লাখ টাকা দেয়া হবে। কৃষিখাত কে গতিশিল রাখতে স্বল্প সুদে ঋণ ও প্রণোদনা দেয়া হবে। যাতে কৃষক সর্বোচ্চ উৎপাদন করতে পারেন।
এসময় তিনি আরো বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা জানায় কোভিড ১৯ এর সংক্রমণের কারণে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে। তাই ওই সব দেশে দুর্ভিক্ষের অবস্থা সৃষ্টি হতে পারে। এজন্য দেশের খাদ্য উৎপাদন বাড়াতে হবে।