মঙ্গলে প্রাণের অস্বিত্ব রয়েছে কি না তা নিয়ে চলছে গবেষণা৷মঙ্গল অভিযানে অংশ নিয়েছে একাধিক দেশ৷পাঠানো হয়েছে কৃত্রিম উপগ্রহ৷এর মাঝেই ২০৩৯ সালের মধ্যেই মঙ্গলে মহাকাশচারী পাঠানো সম্ভব হবে বলে মনে করছে নাসা৷ নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরির কর্তা হপি প্রাইস বলেন,‘আমাদের জীবদ্দশাতেই মঙ্গলে মহাকাশচারী পাঠানো সম্ভব হবে৷ এবং এর জন্য খুব বেশি ব্যয় হবে না৷’
২০৩৩ সালের মধ্যে মঙ্গলের উপগ্রহ ফোবোসে এবং ২০৩৯ সালের মধ্যে মঙ্গল পৃষ্ঠে মহাকাশচারী পাঠানো সম্ভব হবে বলে মনে করছেন নাসার মহাকাশবিজ্ঞানীরা৷
পোস্টটি যতজন পড়েছেন : 251