মক্কার মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন বাংলাদেশির লাশ সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে মক্কা হজ মিশন। নিহত এই বাংলাদেশির নাম আবুল কাশেম। তার বাড়ি কক্সবাজার জেলায়। দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন আবুল কাশেম।
গত শুক্রবারের ওই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১১০ হজযাত্রীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই ঘটনায় দুই শতাধিক হজযাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে ৪০ জন বাংলাদেশিও রয়েছেন।
কর্তৃপক্ষ বলছে, ঝোড়ো হাওয়া ও তুমুল বৃষ্টির কারণে ক্রেনটি পতিত হয়েছিল। মসজিদ আল-হারামের উন্নয়নের কাজ করছে বিনলাদেন গ্রুপ। তাদেরই একটি লাল ও সাদা ক্রেন ছিঁড়ে পড়ে হতাহতের ঘটনা ঘটে।
শনিবারে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন সৌদির বাদশাহ সালমান। এই দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে, তদন্তের ফলাফল প্রকাশ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
হজ্জ শুরু হবার মাত্র দুই সপ্তাহ বাকি আছে। তার মধ্যেই এই ঘটনা ঘটলো। এই মাসের শেষের দিকেই সারা দুনিয়ার ধর্মপ্রাণ মুসলিমদের একটি বিরাট অংশ মক্কায় হজ পালনের জন্য আসবেন। এই সংখ্যা এবারে অন্তত ২০ লাখের মতন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।