৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘মওকা’-কে তোয়াক্কা করছেন না ধোনি

চলতি বছর বিশ্বকাপে ক্রিকেটপ্রেমীদের মুখে বারবার ঘুরে ফিরে এসেছে ‘মওকা মওকা’ বিজ্ঞাপনের কথা৷ বিশ্বকাপের সম্প্রচারের দায়িত্বে থাকা চ্যানেল বিশ্বকাপের প্রচারের জন্য এই বিজ্ঞাপন বানিয়েছিল৷ বিশ্বকাপে পাকিস্তান প্রথমবার ভারতকে পরাস্ত করার ‘মওকা’ পাবে কি না, সেখান থেকেই উৎপত্তি এই বিজ্ঞাপনের৷ তারপর তা শাখা প্রশাখা বিস্তার করে আইপিএল-এও ঢুকে পড়েছিল৷ বাংলাদেশ সিরিজ জয়ের পর মহেন্দ্র সিং ধোনিকে একাধিকবার বিপক্ষের সমর্থকদের মুখে ‘মওকা’ ধ্বনি শুনতে হয়েছে৷ কখনও শের-ই-বাংলার গ্যালারিতে তো কখনও হোটেলে ফেরার রাস্তায়, সমর্থকদের ব্যঙ্গ সহ্য করতে হয়েছে ক্যাপ্টেন কুলকে৷ অবশেষে তা নিয়ে মুখ খুললেন মাহি৷

তবে ‘মওকা’ ধ্বনি কোনওভাবেই ধোনির মাথা গরম করতে পারেনি৷ যখনই শুনেছেন, হাসি মুখেই বিষয়টি এড়িয়ে গিয়েছেন৷ অধিনায়ক বলেন, ‘এই বিজ্ঞাপন তো আমরা (ভারতীয় দল অথবা বোর্ড) বানাইনি৷ এটা আমাদের বিজ্ঞাপন নয়৷ তাই এ নিয়ে আমি কিছু বলতে পারি না। কিছু বলারও নেই। আমরা এসব নিয়ে চিন্তা করি না।’ বাংলাদেশি সমর্থকদের বিদ্রুপকে তোয়াক্কা না করে তৃতীয় তথা শেষ ওয়ানডে জয়ের দিকেই ফোকাক টিম ইন্ডিয়ার৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ