দ্বিতীয় ম্যাচেও ভারতকে হারিয়ে বাংলাদেশ সিরিজ জয় করবে বলে বিশ্বাস দেশের ক্রিকেটপ্রেমীদের। এমনকি টাইগাররা পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভারতকে হোয়াইটওয়াশ করাও সম্ভব বলে মনে করেন স্বপ্নবাজ সমর্থকরা। পাশাপাশি, তাদের আশা প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করবে টিম বাংলাদেশ।
প্রথম ওয়ানডেতে মাশরাফিদের আপোষহীন পারফরম্যান্স দেশের ক্রিকেটে সমর্থকদের স্বপ্নবাজ করে তুলেছে। গত কয়েক মাস ধরে দেশের রঙিন জার্সি গায়ে উঠলেই যেন অপ্রতিরোধ্য হয়ে ওঠেন টাইগাররা। আর হবেই না কেন। গত ২০ ম্যাচে ১৬টি ম্যাচে জিতেছে টাইগাররা। সেই ধারাবাহিকতায় এবার দর্শকদের স্বপ্ন ভারতের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের বাসনা।
টাইগারদের নতুন সেনানী মুস্তাফিজ একাই ব্যাকফুটে ঠেলে দেন ভারতকে। আর তরুণ এই পেসারকে ইচ্ছাকৃতভাবে ভারতীয় অধিনায়কের ধাক্কা দেয়ার কড়া সমালোচনা করেছেন দেশের ক্রিকেটভক্তরা। সময়ের ব্যবধানে বদলেছে দেশের ক্রিকেট চিত্র। আর দেশের সমর্থকদের প্রত্যাশা, ধারাবাহিকতার এ গ্রাফ বজায় রাখতে পারলে, আরও একটি বাংলাওয়াশের পাশাপাশি প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার গৌরব অর্জন করবে টাইগাররা।