৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারত পৌঁছল দক্ষিণ আফ্রিকা

রবিবার বিকেলেই ভারতে পৌঁছল দক্ষিণ আফ্রিকা৷৭২ দিনের ম্যারাথন সফরে এদেশে এসেছে প্রোটিয়ারা৷এই আড়াই মাসে তিনটে টি-২০, ৫ টি ওয়ানডে,ও ৪ টি টেস্ট খেলবে তারা৷এদিন মিডিয়ার সঙ্গে কোনওরকম কথা বলেনি তারা৷কড়া নিরাপত্তা বলয়ে টিম হোটেলে পৌঁছায় ডিবিলিয়ার্সরা৷

দক্ষিণ আফ্রিকা মাল্টিপল ক্যাপ্টেন থিওরিতেই চলছে৷এবি ডিভিলিয়ার্স যেখানে একদিনের টিমের ক্যাপ্টেন, সেখানে হাসিম আমলা টেস্টে দলকে নেতৃত্ব দেন৷ পাশাপাশি টি-২০ দলের দায়িত্বে ফাফ ডু প্লেসিস৷আফ্রিকান সিংহরা ভারতে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে৷২৯ সেপ্টেম্বর বোর্ড প্রেসিডেন্ট একাদশের সঙ্গে একটি টি-২০ ম্যাচ খেলবে তারা৷ এছাড়া টেস্টের আগে মুম্বইতে একটি দু’দিনের প্রস্তুতি ম্যাচেও অংশগ্রহন করবে প্রোটিয়রা৷ এখন দেখার গান্ধী-ম্যান্ডেলা সিরিজে কতটা সফল হয় প্রোটিয় বাহিনী?

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ