দু’দেশের মধ্যে এনএসএ বৈঠক বাতিল হওয়ার পর থেকেই সীমান্তে অশান্তি বেড়েছে আরও বেশি। অব্যাহত রক্তপাত। শুক্রবার দু’দেশের সেনার গোলাগুলিতে মৃত্যু হয়েছে মোট ৯ জন গ্রামবাসীর। আহত মোট ৩৯। একে অপরকে দোষারোপ করেছে ভারতীয় আর্মি ও পাক রেঞ্জার্স।
সেনা সূত্রে খবর, ভোররাতে পরপর দু’বার গুলি চলে পাক রেঞ্জার্সের তরফ থেকে। তাতেই মৃত্যু হয় তিনজনের। অন্যদিকে, পাকিস্তানে মৃত্যু হয়েছে ছ’জনের। এই ঘটনায় বিএসএফ-কে দোষারোপ করেছে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন।
পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলে জম্মু ও কাশ্মীরের উপ মুখ্যমন্ত্রী নির্মল সিং জানিয়েছেন, ”আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে ‘জঙ্গি দেশ’ হিসেবে চিহ্নিত করা উচিৎ।” আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তান প্রথমে ছোটখাটো অস্ত্র ও পরে মর্টার ছুঁড়তে থাকে বলে দাবি বিএসএফের।
পোস্টটি যতজন পড়েছেন : 237