[english_date]

ভারত-পাকিস্তানে ৬.২ মাত্রার ভূমিকম্প

ভারত ও পকিস্তানের কয়েকটি অংশে সোমবার বিকেলে রিখটার স্কেলে ৬.২ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। একই দিন নেপালেও একটি মৃদু ভূকম্পন অনুভূত হয় বলে জানায় টাইমস অফ ইন্ডিয়া। ভারতের দিল্লি জম্ম, কাশ্মীরের শ্রীনগর এবং ওত্তরাঞ্চলের অনেক এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়। এই ভূমিকম্প পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ, ফয়সালাবাদ, মিয়ানওয়ালি, পেশোয়ার ও সারগোদায়ও অনুভূত হয়েছে।

মার্কিন ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে, আফগানিস্তানের ফয়েজাবাদ থেকে ৮৮ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ২০৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। ভূকম্পনের পরপর দিল্লিতে ভীতি ছড়িয়ে পড়লেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, নেপালের গোর্খা জেলায় রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। কাঠমাণ্ডুর ১৫০ কিলোমিটার পূর্বে এর উৎপত্তিস্থল বলে খবর দিয়েছে দেশটির ভূকম্পন বিষয়ক বিভাগ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ