বিপাশা বসু আর করণ সিং গ্রোভার যে প্রেম করছেন তা কানা ঘুষোয় অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল | ওঁদের আলাপ হয় ‘অ্যালোন‘ ছবি সেটে | তারপর ছবির শ্যুটিং শেষ হওয়ার আগেই মন দেওয়া নেওয়ার পালা শেষ করে ফেলেন ওঁরা | এমনকি বিপাশার জন্য নাকি করণ আর জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী জেনিফার উইগনেটের বিবাহ বিচ্ছেদও হয়ে যায় | বারবার দুজনকে বিভিন্ন জায়গায় হাতে হাত ধরে দেখা গেছে | দুজনে গোয়া এবং মলদ্বীপেও ঘুরে এলেন সম্প্রতি | কিন্তু তা সত্ত্বেও দুজনকে যখনি ওঁদের মধ্যে কিছু চলছে কী না জিজ্ঞেস করা হয়েছে একই উত্তর পাওয়া গেছে – ওঁরা নাকি ‘জাস্ট ফ্রেন্ডস‘ | তবে ওঁরা যে সত্যিই প্রেম করছেন তার এইবার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে… দুজনের একটা ওয়ার্ক আউটের ভিডিও !
আব্বাস আলি বলিউডের একজন জনপ্রিয় ফিটনেস ট্রেনার | উনি একটা বিপাশা আর করণের ভিডিও শেয়ার করেন | আর ওই ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় | ভিডিওর শিরোনাম দেওয়া হয় ‘ফিট কাপল‘ বলে |
কিন্তু ওই ভিডিও তে কী এমন আছে যা ইন্টারনেটে এতটা সাড়া ফেলে দেয়? আসলে ভিডিওতে দেখা যাচ্ছে বিপাশা এবং করণ জিমে একসঙ্গে পুল আপ করছেন | ভাবছেন তো একসঙ্গে জিম তো অনেকেই করেন‚ এ নিয়ে এত হইচই করার কী আছে? তাই তো | দাঁড়ান আরো একটু স্পষ্ট করে বলি তাহলেই বুঝতে পারবেন | দেখা যাচ্ছে বিপাশা দুই হাত দিয়ে শক্ত করে ওপরের বার ধরে রেখেছেন‚ আর দুই পা দিয়ে জড়িয়ে ধরে আছেন করণের কোমর | এবার আপনারাই বলুন? এই ভিডিও ভাইরাল হবে না তো কী হবে?
বিপাশা বা করণের অজান্তেই নাকি আব্বাস আলি এই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন | এই ঘটনাটা জানার পর বিপাশা আব্বাসের ওপর বেশ রেগে যান | উনি অবশ্য তক্ষণাৎ ওই ভিডিও মুছে দেন | কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে | ওঁদের এই অন্তরঙ্গ মুহূর্তের সাক্ষী তখন হাজার হাজার দর্শক | প্রশ্ন হল এখনো কী বিপাশা আর করণ নিজেদের সম্পর্ক কে ‘জাস্ট ফ্রেন্ডেস‘ এর আক্ষা দেবেন‚ নাকি স্বীকার করে নেবেন ওঁদের প্রেমের কথা ?