বড়সড় বিমান দুর্ঘটনা এড়াল ব্রিটিশ এয়ারওয়েজের। লাস ভেগাস বিমানবন্দর থেকে ব্রিটেনের উদ্দেশে উড়ে যাওয়ার সময় হঠাত বোইং ৭৭৭-২০০ বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। সেই সময় বিমানটিতে মোট ১৭২ জন যাত্রী ছিল বলে খবর।
ঘটনার জেরে উড়ান শুরু করার সঙ্গে সঙ্গেই বিমানটি রানওয়েতে ফিরে আসতে বাধ্য হয়। যাত্রীদের ১৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। বিমানবন্দর তরফে ইয়ান জর্জ জানিয়েছেন, “বিমানটি উড়ান শুরু করার সঙ্গে সঙ্গেই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানের ভিতর থেকে ধোঁয়া এবং আগুন বেরোতে দেখা যায়।” তড়িঘড়ি বিমানের যাত্রীদের আপৎকালীন দরজা দিয়ে বের করে নিয়ে আসা হয়।
বিমান চালকের কথায়, ক্যাটাস্ট্রোফিক ফেলিয়রের জন্যই বিমানে আগুন ধরে যায়। লাস ভেগাসের ম্যাক ক্যারেন বিমানবন্দরটি ভেগাসের অন্যতম বিমানবন্দর। প্রায় ৪০ মিলিয়ন যাত্রী রোজ যাতায়াত করেন ওই বিমানবন্দর দিয়ে।