ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেল ট্রেনের দুটি বগি। ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১২। পাকিস্তানের গুজরানওয়ালায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। আরও কয়েকটি বগি লাইনচ্যূত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। হেলিকপ্টারে পৌঁছেছে উদ্ধারকারী দল। এছাড়া বিশেষ ট্রেনে ঘটনাস্থলে পাঠানো হয়েছে মেডিক্যাল টিম। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধারকাজে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সরকারি সূত্রে খবর, ট্রেনে থাকা আরও ৮০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভাবে এই ভয়াবহ ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। খারিয়ান থেকে সেনা জওয়ানদের নিয়ে যাচ্ছিল ট্রেনটি।
পোস্টটি যতজন পড়েছেন : ৪২৯