ব্যাঘ্র সংরক্ষণের দূত হতে চলেছেন বিগ বি। ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসের দিন মহারাষ্ট্রের বনমন্ত্রী সুধীর মুঙ্গানতিওয়ার রাজ্যের ব্যাঘ্র সংরক্ষণ কর্মসূচীর দূত হওয়ার প্রস্তাব দেন অমিতাভকে। বনমন্ত্রীর দাবি, অমিতাভের কথায় সাধারণ মানুষ এই কর্মসূচীর সঙ্গে যুক্ত হবে, যা বাস্তবে এই প্রকল্পেরই উন্নয়নে কাজে লাগবে। সম্প্রতি এই প্রস্তাবে সম্মতি জানিয়ে একটি চিঠি লিখে পাঠিয়েছেন শাহেনশা। তিনি জানিয়েছেন, তাঁর এই চিঠিটাই যেন বনমন্ত্রীর দেওয়া প্রস্তাবের সম্মতিপত্র হিসেবে গ্রহণ করা হয়।
চিঠিতে রাজ্যের বনমন্ত্রীর উদ্দেশে অমিতাভ লিখেছেন, “আপনার দেওয়া এই প্রস্তাব পেয়ে আমি অভিভূত। ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসের দিন মহারাষ্ট্রের বনমন্ত্রী অমিতাভকে এই প্রস্তাব দেন। সমাজে অমিতাভের যা ভাবমূর্তি, তাতে খুব সহজেই মানুষ তাঁকে বিশ্বাস করবেন। তাঁর বার্তাকে গ্রহণ করবেন, ব্যাঘ্র সংরক্ষণের জন্য যা প্রয়োজনীয়”।