৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বুধবার ছাত্র ধর্মঘট

৪ দফা দাবিতে বুধবার সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোট। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক তাশনুভা তাহরীন।
দাবিগুলো হলো, লাগাতার প্রশ্ন ফাঁস বন্ধ, ফাঁসকৃত প্রশ্নে অনুষ্ঠিত মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া, প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশী নির্যাতনের বিচার করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০১৫ সালের মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ এনে অবিলম্বে পরীক্ষা বাতিলের দাবিতে সারা দেশে  ছাত্র আন্দোলন চলছে। এরই প্রেক্ষিতে বুধবার ‘প্রগতিশীল ছাত্রজোট সম্রাজ্যবাদ বিরোধী ছাত্রঐক্য’ সারা দেশে শিক্ষা ধর্মঘটের ডাক দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই বৃহত্তর স্বার্থে ঐ দিন বিশ্ববিদ্যালয়ের পরিবহণ বন্ধ  রাখার জন্য আহ্বান জানানো হয় একই সাথে শিক্ষা রক্ষার এই আন্দোলনে শামিল হওয়ার জন্য ক্লাস বর্জন করতে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে পরীক্ষা কার্যক্রম কর্মসুচির আওতামুক্ত থাকবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ