৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিসিসিআই প্রেসিডন্ট হতে চলেছেন শশাঙ্ক মনোহর

ফের ভারতীয় ক্রিকেটকে কন্ট্রোল করতে চলেছেন বিদর্ভের দুঁদে আইনজীবী৷ জগমোহন ডালমিয়ার হঠাৎ মৃত্যুতে বিসিসিআই প্রেসিডন্টের চেয়ারে বসতে চলেছেন শশাঙ্ক মনোহর৷ পূর্বাঞ্চল টার্ম হওয়ায় মনোহরের নাম প্রস্তাব করবেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷
অরুণ জেটলি, শরদ পওয়ার ও অনুরাগ ঠাকুর৷ বোর্ডের ক্ষমতাশালী এই ত্রয়ীর আলোচনাতেই সিলমোহর লাগতে চলেছেন মনোহরের নামে৷ ৫৭ বছরের বিদর্ভের আইনজীবী এর আগে ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত বোর্ড প্রেসিডেন্ট ছিলেন৷ তাঁর স্বচ্ছ ভাবমূর্তি ও ক্রিকেট দুর্নীতির সঙ্গে আপোস না-করা মনোভাব ভারতীয় বোর্ডে জেন্টলম্যানের তকমা আদায় করে নিয়েছেন মনোহর৷ প্রাক্তন বোর্ড প্রেসিডেন্টও ফের ভারতীয় ক্রিকেটকে কন্ট্রোল করার দায়িত্ব নিতে রাজি হয়েছেন বলে ঘনিষ্ট মহলে জানিয়েছেন৷ বোর্ডের প্রাক্তন কোষাধ্যক্ষ অজয় শিরকে জানান, ‘জেটলি ও অনুরাগ দু’জনেই মনোহরকে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান৷ যাতে সম্মতি দিয়েছেন পওয়ার৷ দায়িত্ব নিতে রাজি হয়েছেন মনোহরও৷’
আইপিএল স্পট-ফিক্সিং কাণ্ডে ব্যাকফুটে চলে যাওয়া ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি ফেরাতে ডালমিয়ার পর মনোহরই ঠিক ব্যক্তি বলে মনে করেন জেটলি-অনুরাগ৷ শ্রীনিবাসনের চরম শত্রু মনোহরকে পছন্দ বোর্ডের অধিকাংশ সদস্যেরই৷ পূর্বাঞ্চলের টার্ম হওয়ায় মনোহরের নাম প্রস্তাব করতে পারেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ৷ দ্বিতীয় বার বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসার জন্য ২৯টির মধ্যে ১৫টি ভোট দরকার মনোহরের৷ এই মুহূর্তে বোর্ডে শ্রীনি বিরোধী হওয়া চলাই মনোহরের প্রেসিডেন্ট হওয়া শুধু সময়ের অপেক্ষা৷
যদিও শোনা যাচ্ছে, বিনা যুদ্ধে ‘শত্রু’ মনোহরকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন তামিল ব্রাহ্মণ৷ তাই মনোহরের বিরুদ্ধে পছন্দের প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনে যেতে পারেন শ্রীনি৷ এই মুহূর্তে বোর্ডে যা অবস্থা যাতে শ্রীনির প্রার্থীর পরাজয় নিশ্চিত৷ সুতরাং দ্বিতীয়বার মনোহরের বিসিসিআই প্রেসিডেন্ট হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ