ভিডিও গেম খেলতে ভালোবাসেন? কখনও ভেবে দেখেছেন কেন উত্তরোত্তর বাড়ছে এই ভিডিও গেমের চাহিদা? মনোবিদরা বলছেন, আপনি ভয় পেতে ভালোবাসেন। না, আপনি এক নন বিশ্বে বেশির ভাগ মানুষই ভয় পেতে ভালোবাসেন। আর তার জন্যই গেমের নেশা। গা ছমছম সিনের থেকেও বেশি ভয় পাওয়া যায় এইসব খেলায়।
গবেষকরা একটি সমীক্ষা করে তুলে এনেছেন এই তথ্য। ২৬৯ জন ছাত্রছাত্রীর সঙ্গে কথা হয়েছে। বেশির ভগের পছন্দের খেলা রেসিডেন্ট ইভিল, কল অফ ডিউটি কিংবা অ্যামনেসিয়া। মহিলাদের থেকে পুরুষদের মধ্যে এই প্রবণতা বেশি দেখ যায়।
গবেষক টেরেসা লিঞ্চ জানিয়েছেন, উত্তেজনা নয়, ভয়ের আবেগই মানুষের মধ্যে বেশি দেখা গিয়েছে। যে পথে গেলে একটা খারাপ, ভয়াল অভিজ্ঞতা হতে পারে সেই পথে যাওয়ার মধ্যে মানুষ অন্যরকম আনন্দ পান বলে সমীক্ষা বলছে।