[english_date]

বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগে ৫৪ মামলা

রাজধানীতে অতিরিক্ত ভাড়া আদায়, ভাড়ার তালিকা বাসে সংরক্ষণ না করা, অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স এবং ফিটনেস-বিহীন গাড়ি চালানোর অভিযোগে ৫৪টি মামলা দায়ের করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত।
রবিবার  বিআরটিএর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ৩টি ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময়  জরিমানা  আদায় করা হয় ৬৪ হাজার ৭০০ টাকা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রবিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএর মনিটরিং টিম ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম এবং সড়ক নিরাপত্তা বিষয়ক বিশেষ ক্যাম্পেইন পরিদর্শন করেন।
এ সময়  মন্ত্রী বলেন, ‘নিয়ম অনুযায়ী প্রতিটি বাস-মিনিবাসে ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, ‘পুনঃনির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনোভাবেই আদায় করা যাবে না।’
‘বাসভাড়া নিয়ে সংগঠনের জরুরি বৈঠক হয়েছে’
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ