পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য বিভাগে নতুন একটি পণ্য তৈরি করতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। এটি হতে পারে স্মার্ট আংটি। এর আগে স্মার্টওয়াচ ও গিয়ার ভারচুয়াল রিয়েলিটি হেডসেট তৈরি করেছে স্যামসাং।
স্যামসাংয়ের নতুন স্মার্ট আংটির পেটেন্ট সংক্রান্ত বিষয়টি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস। প্যাটেন্টলি মোবাইল ওয়েবসাইট এ তথ্য প্রথম প্রকাশ করেছে।
স্যামসাংয়ের পেটেন্ট আবেদনে বলা হয়েছে, তাদের তৈরি স্মার্ট আংটি দিয়ে স্মার্টফোন, ট্যাব, টিভি ও স্মার্টহোম যন্ত্রগুলো নিয়ন্ত্রণ করা যাবে। বামে-ডানে ঘুরিয়ে এই নিয়ন্ত্রণ করার সুবিধাটি থাকবে।
এবারে আসছে স্মার্ট আংটি!
পোস্টটি যতজন পড়েছেন : 145























