ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দল ঢাকা থেকে ফিরে যাওয়ার পর যে শঙ্কা দানা বাধতে শুরু করেছিল, সেটাই শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিল। জঙ্গি হামলার আশঙ্কায় বাংলাদেশ সফর বাতিলই করলো অস্ট্রেলিয়া।
উচ্চপর্যায়ের মিটিং শেষে বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েসবাইটে সফর স্থগিত করার কথা নিশ্চিত করে প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, ‘ছয় দিনের বিস্তৃত আলোচনা ও গবেষণার পর আমরা এই উপসংহারে পৌঁছেছি, আমাদের বাংলাদেশ সফর বাতিল করা ছাড়া আর কোনো পথ নেই।’
দুটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের গত সোমবার বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ‘সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির তথ্য পাওয়ার’ কথা জানিয়ে শনিবার হঠাত্ করেই সফর পিছিয়ে দেয়ার ঘোষণা দেয় দেশটির ক্রিকেট বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাদের নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে বৈঠকও করে।
পোস্টটি যতজন পড়েছেন : ১০০