[english_date]

`বাংলাদেশের মানুষ জঙ্গিবাদে নয়, শান্তিতে বিশ্বাস করে’- শেখ হাসিনা

বাংলাদেশের মানুষ জঙ্গিবাদে নয়, শান্তিতে বিশ্বাস করে। জঙ্গিবাদের নামে বাংলাদেশে থাকা আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়ার নাগরিকদের ওপর রেড অ্যালার্ট জারিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, এই নিউ ইয়র্ক শহরেও আওয়ামী লীগ নেতা নাজমুলকে হত্যা করেছে দুষ্কৃতীরা। তখন এই সিটিতে কি রেড অ্যালার্ট করা হয়েছিল?
ঢাকায় ইতালীয় নাগরিক খুন হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ওই ঘটনার পর বিএনপির এক নেতা যেভাবে কথা বলছেন, তাতে সন্দেহ হচ্ছে তিনি নিজেই এর সঙ্গে জড়িত কি না। তাকে ধরে ইন্টারোগেশন করা উচিত, এই ঘটনার সঙ্গে তার কোনও সম্পৃক্ততা আছে কিনা? প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশই শুধু নয়, এখন বিশ্ব জুড়েই এমন ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। একটি রাজনৈতিক দল বা গোষ্ঠী মানুষ পুড়িয়ে মারে। মানুষ খুন করে একটা অস্বাভাবিক অবস্থা সৃষ্টি করতে চায় বলে মনে করেন তিনি। প্রধানমন্ত্রী হাসিনা আরও বলেন, নির্বাচনে না গিয়ে খুন-খারাবি শুরু করেছিল বিএনপি-জামাত। সংসদীয় পদ্ধতিতে সংসদে দ্বিতীয় বৃহত্তম দলই হচ্ছে বিরোধী দল। বাংলাদেশে আরও একটি দল আছে যারা জঙ্গিবাদ-সন্ত্রাসবাদে আশ্রয় নেয়। জ্বালাও-পোড়াও করে তারা তাদের অস্তিত্ব জানান দেয়। বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি-জামায়াতই জঙ্গিবাদী সংগঠন। জঙ্গি হামলার ঝুঁকির কথা বলে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে সফর পিছিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক ক্রীড়া আসরে হামলা বা নাশকতার কোনও ঘটনা কখনও ঘটেনি। শেখ হাসিনা বলেন, এতটুকু বলতে পারি যে, আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনসাধারণ শান্তিপূর্ণ পরিবেশে খেলাধুলোর সব ধরনের সহায়তা দিয়ে থাকে। আইন-শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট পারদর্শিতার সঙ্গে সবাইকে নিরাপত্তা দিতে বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ